অবস্থান : ১নং লাখাই ইউনিয়ন পরিষদ এর স্বজনগ্রামের ৭নং ওয়ার্ডে ও ৫নং ওয়ার্ডের আংশিক স্থান নিয়ে, সাবেক থানা সদর চত্বরে গাছ গাছালীর ছায়া ঘেরা মনোরম পরিবেশে বিদ্যালয়টি অবস্থিত। জমির পরিমান : ৪১ শতাংশ
কথিত আছে এলাকার কোমলমতি শিশুদের শিক্ষার সুবিধার্থে স্বনামধন্য ধনাঠ্য ব্যক্তিত্ব হাজী করিম হোসেন সাহেব নিজস্ব জমির উপর বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। তিনি একাধারে সামজ সংস্কারক, শিক্ষানুরাগী ও জনদরদী মানুষ ছিলেন। তিনি লাখাই ইউনিয়নের ২০ (বিশ) বৎসর কাল চেয়ারম্যান ছিলেন। এলাকার জনগণের কাছে তিনি খুবই গ্রহণযোগ্য ও সম্মানিত ব্যক্তি ছিলেন। এমনকি তিনি সাবেক চেয়ারম্যান জনাব তাজুল ইসলাম ও বর্তমান চেয়ারম্যান সিরাজুল ইসলাম সাহেবের পিতা। বিদ্যালয়টি ১৯৭৯ সালে প্রতিষ্ঠালগ্ন থেকে বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পরিচালিত হইয়া আসিতেছিল। বিগত ১৯৮১ সালে সদাসয় সরকার, বেসরকারী বিদ্যালয় সরকারী করণের আওতায় বিদ্যালয়টি বেসরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে সরকারী প্রাথমিক বিদ্যালয় হিসাবে উন্নীত হয়। সরকারী করণের পর থেকে বিদ্যালয়টি উত্তোরোত্তর উন্নতি লাভ করছে। উল্লেখ্য যে, বিগত ১৯৯১ ইং সালে অত্র বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত ছাত্রী জেলা ও দায়রা জজ হিসাবে কর্মরত আছেন। প্রতি বৎসর অনেক ছাত্র/ছাত্রী অত্র বিদ্যালয় থেকে মেধা শিক্ষাবৃত্তি লাভ করে আসছে।
ক্রঃ নং | শ্রেণি | বালক | বালিকা | মোট | মন্তব্য |
১ | শিশু | ১৪ | ২৩ | ৩৭ |
|
২ | প্রথম | ১২৪ | ১১৬ | ২৪০ |
|
৩ | দ্বিতীয় | ৮৪ | ৭৮ | ১৬২ |
|
৪ | তৃতীয় | ৬৯ | ৭১ | ১৪০ |
|
৫ | চতুর্থ | ৩৯ | ৪১ | ৮০ |
|
৬ | পঞ্চম | ২৪ | ৩৩ | ৫৭ |
|
সর্বমোট | ৩৫৪ | ৩৬২ | ৭১৬ |
|
নাম : স্কুল পরিচালনা কমিটি (এস.এম.সি)
গঠনের তারিখ : ফেব্রুয়ারী/২০১০ মেয়াদ : ৩ বৎসর। সদস্য সংখ্যা : ১২ জন, অবস্থা: সুচারুরূপে পরিচালিত।
ক্রঃ নং | পরীক্ষার সন | মোট পরীক্ষার্থীর সংখ্যা | মোট পাশ | পাশের হার | মন্তব্য |
১ | ২০০৭ | ৫৯ | ৩৪ | ৫৭.৮৯% |
|
২ | ২০০৮ | ৫৫ | ৪৬ | ৮২% |
|
৩ | ২০০৯ | ৪৭ | ৩৪ | ৭২.৩৪% |
|
৪ | ২০১০ | ৪৬ | ৪২ | ৯১.৩% |
|
৫ | ২০১১ | ৫৬ | ৫৬ | ১০০% |
|
সর্বমোট | ২৬৩ | ২১২ | ৮১% |
|
১৯৯০ সালে ট্যালেন্টফুল ০১, সাধারন ০১। ১৯৯৯ সালে ট্যালেন্টফুল ০০, সাধারন ০১। ২০০৩ সালে ট্যালেন্টফুল ০০, সাধারন ০১। ২০০৪ সালে ট্যালেন্টফুল ০৩, সাধারন ০১। ২০০৫ সালে ট্যালেন্টফুল ০, সাধারন ০১। ২০০৬ সালে ট্যালেন্টফুল ০০, সাধারন ০১। ২০০৭ সালে ট্যালেন্টফুল ০০, সাধারন ০২। ২০০৮ সালে ট্যালেন্টফুল ০০, সাধারন ০২। ২০০৯ সালে ট্যালেন্টফুল ০১, সাধারন ০১। ২০১০ সালে ট্যালেন্টফুল ০১, সাধারন ০১। ২০১১ সালে ট্যালেন্টফুল ০০, সাধারন ০২।
শিক্ষা বৃত্তি প্রাপ্ত ২০টি, প্রতি বৎসর হাইস্কুলে ভর্তি ৫০-৬০ জন। শত শত শিশু নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্তি লাভ।
ক্যাচমেন্ট এলাকায় শত ভাগ শিশু ভর্তি করে শত ভাগ পাশ করানো। সকল শিশুর মান সম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণ। PSC পরীক্ষার শতভাগ ফলাফল নিশ্চিত করন, বিদ্যালয়ে শিশুদের স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা। বিদ্যালয়টিকে দৃষ্টিনন্দন বিদ্যালয়ে পরিণত করা।
গ্রাম- স্বজনগ্রাম, ডাক+ উপজেলা- লাখাই, জেলা- হবিগঞ্জ। ইমেল এড্রেস নাই। মোবাইল নং- ০১৯১১-৮৮৯৯৬০ (প্রধান শিক্ষক) |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS