সাবেক থানা সাকেল অফিস এ ইউনিয়নই ছিল।আয়তন ১৮ বর্গ কিলোমিটার জনসংখ্যা-সাবেক জরিপে ২৬৪১২ জন,গ্রামের সংখ্যা ১৫।গ্রামসমূহের নাম কামালপুর,সন্তোষপুর,রাধানগর,কৃষ্ণপুর,গদাইনগর,রুহিতন্সী পূর্ব+পশ্চিম,আমানউল্লাপুর,চিকনপুর,মহরমপুর,মামুদপুর,স্বজনগ্রামপূর্ব+পশ্চিম
,শিবপুর,ইসলামপুর। এ ইউনিয়নে এছাড়াও পোষ্ট অফিস,কৃষি ব্যাংক,ব্রাকসহ বিভিন্ন এনজিও অফিস,স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রসহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান আছে।০১নং লাখাই ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ সিরাজুল ইসলাম। ১নং লাখাই ইউনিয়ন পরিষদ ভবনটি স্বজনগ্রাম ৭নং ওয়ার্ডের সাবেক থানা সার্কেল অফিসার উন্নয়ন সদর চত্তরে গাছগাছালির ছায়াঘেরা মনোরম পরিবেশে ইউনিয়ন পরিষদটি অবস্থিত।বতমানে উপজেলা পরিষদ হতে ৫০শতক ভূমি ইউনিয়ন পরিষদের নাম করিয়া ইউনিয়ন কমল্পেক্সে ভবন এর কাজ চলিতেছে।এ পরিষদের নিবাচিত ০১জন চেয়ারম্যান,০৩জন মহিলা সদস্যা(সংরক্ষিত আসন) ০৯জন (পুরূষ)সদস্য ও ০১জন সচিব দায়িত্ব পালন করে আসছেন।এই ইউনিয়নে কর্মচারীগন যথারীতি সময়ে অফিসে আসেন ও দায়িত্ব সহকারে কাজ করে যান এবং এখানে ইউপি সদস্য/সদস্যাগন তারা দায়িত্ব নিয়ে গরীব দুঃখীদের মাঝে ভিজিডি,বিজিএফ,প্রতিবন্ধী,বয়স্কভাত,বিধবা ভাতা,মাতৃত্বকালীন ভাত সমান ভাবে নীয়নিষ্ঠার সাথে বিতরণ করে থাকে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS